ডেস্ক রিপোর্ট: শিক্ষার গুণগত মানোন্নয়নে সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে পরামর্শ দেন অভিভাবকরা।
সমাবেশে বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, সাইবার অপরাধ প্রতিরোধ, ঝরেপড়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও নিয়মিত স্কুলে উপস্থিতির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে অভিভাবকগণ জানান, এলাকার ধুলিহর, বালুইগাছা, গোবিন্দপুর, বড়দল, দামারপোতাসহ বিভিন্ন গ্রাম অতি বর্ষণে পানিতে নিমজ্জিত। এলাকায় জলাবদ্ধতার কারণে অনেকেই স্কুলে আসতে পারে না। অনেকের বাড়িতে পানি উঠে যাওয়ার কারণে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ফলে অনেকের পড়ালেখায় সমস্যা হচ্ছে। তারপরও পরিস্থিতি সামাল দিয়ে সন্তানের লেখাপড়া ঠিক রাখার চেষ্টা করছেন অনেকে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, আজহরুল ইসলাম, গীতা রানী সাহা, শামীমা আক্তার, কনক কুমার ঘোষ, খালেদা খাতুন, ভানুবতী সরকার, দেবব্রত ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, আসমাতারা জাহান প্রমুখ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সালমা খাতুন, গোলাম সরোয়ার, প্রদীপ মণ্ডল, রুহুল আমিন সরদার, আবুল কালাম, স্বপন কুমার মণ্ডল, সঞ্চিতা রানি নাথ, মাজেদা খাতুন, চন্দনা রানী চক্রবর্তী, শরিফা খাতুন, মোঃ মোশারাফ হোসেন, কল্যানী দেবনাথ, হারুনার রশিদ প্রমুখ।
এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তানজিলা খাতুন, দীপ্তি মন্ডল, ফারজানা ফায়িজা, শ্বাশতি দেবনাথ, খুশি দেবনাথ, জান্নাতুল মাওয়া প্রমুখ।