মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা জেলাকে দুর্নীতি-অপরাধমুক্ত করার ঘোষণা ডিসি মোস্তাক আহমেদের

প্রতিবেদক
the editors
নভেম্বর ৫, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরা জেলাকে দুর্নীতি ও অপরাধমুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ।

মঙ্গলবার (৫ নভেম্বর) শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময়কালে এই ঘোষণা দেন তিনি।

এসময় চিকিৎসা ব্যবস্থা, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, অবৈধ স্থাপনা, শ্যামনগর পৌরসভা এলাকার জন্ম নিবন্ধন সংক্রান্ত জটিলতাসহ নানা বিষয়ে কথা বলেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সঞ্জীব দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ইমাম, পুরোহিত ও সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক স্বচ্ছতার ভিত্তিতে মৌলিক দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এছাড়া ঘুষ ও দুর্নীতি মুক্ত থেকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার আহ্বান জানান।

একই সাথে জেলার বিভিন্ন অফিস এমনকি ইউনিয়ন পর্যায়ের সরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানও পরিদর্শনেরও ঘোষণা দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং মাদক ক্রয়-বিক্রয়সহ অপরাধমূলক তৎপরতা বন্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেনাবাহিনীর শ্যামনগর অঞ্চলের দায়িত্বরত কর্মকর্তা মেজর মুশফিক, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে আমির মাওলানা আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু সাঈদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, ছাত্র প্রতিনিধি রুহুল আমিন, এনজিও প্রতিনিধি মারুফ হোসেন মিলন প্রমুখ।

সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আরোও বলেন, পরবর্তী দিন থেকে বাজারগুলোতে পণ্যের মূল্য তালিকা টানাতে হবে।

বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই উল্লেখ করে তিনি বলেন, এদেশে বসবাসকারীরা সবাই বাংলাদেশি। ধর্ম শুধু আনুষ্ঠানিকতা নয়- উল্লেখ করে প্রত্যেক ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

রাজনৈতিক বিবেচনায় টিসিবিসহ সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা সংস্কারের বিষয়ে তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

সভা সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক সংযোগ সভা

সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র আটক

কালিগঞ্জে ভাতার কার্ডের নামে প্রতারণা: আটক ২

কয়রা প্রেসক্লাবের কমিটি গঠন: মোস্তফা শফিকুল ইসলাম সভাপতি, সদর উদ্দিন সম্পাদক

আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছেন : মোমেন

চুয়াডাঙ্গাকে ১৩৫ রানে হারালো সাতক্ষীরা

৫৬০টি মডেল মসজিদ নির্মাণে সৌদি অনুদান ৮ হাজার কোটি টাকা- দাবিটি সঠিক নয়

শিক্ষার গুণগত মানোন্নয়নে সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে অভিভাবক সমাবেশ

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকা অনুদান, ৭ দিনে সহায়তা শুরু

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টে মিশন ও রইচপুর প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

error: Content is protected !!