সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরা-শ্যামনগর সড়ক সংস্কারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন করেছে জামায়াত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
মানববন্ধনে জনদুর্ভোগ থেকে মানুষকে বাঁচাতে অতি দ্রুত সাতক্ষীরা-শ্যামনগর সড়ক সংস্কারের দাবি জানিয়ে বক্তারা বলেন, আমরা শুনেছি সড়কটি চার লেনের সড়কে উন্নত হবে, হলে তো ভালো। তবে বর্তমান পরিস্থিতিতে শ্যামনগর তথা এই সড়কের উপকারভোগী ১৫ লাখ মানুষের দাবি দ্রুততম সময়ে সড়কটি পুনঃনির্মাণ করতে হবে।
বক্তারা আরো বলেন, আমরা শুনেছিলাম সড়কটি নির্মাণের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু সেই বরাদ্দ কি হলো তার হদিস নেই। আমরা অতি দ্রুত জনদুর্ভোগ থেকে মানুষকে বাঁচাতে সাতক্ষীরা-শ্যামনগর সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক শহিদুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ওয়াহিদুজ্জামান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল, যুব বিভাগের সদস্য সাইফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ, রুহুল আমিনসহ জামায়াতে ইসলামী উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।