বিলাল হোসেন: উপকূলীয় এলাকায় সুপেয় পানির উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পদ্মপুকুরের গাজী ড্রিংকিং ওয়াটারের সত্ত্বাধিকারী মোঃ মুহসিন হোসাইনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা লিডার্স।
রোববার (১০ নভেম্বর) লিডার্সের প্রধান কার্যালয়ে জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ ২০২৩ এর আওতায় তার কাছে এই চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বর্মন, প্রোগ্রাম ম্যানেজার এবিএম জাকারিয়া, হেড অব এ্যাকাউন্টস রায়হান কবির, টিম লিডার অসিত মন্ডল, মিল অফিসার জয়দেব যোদ্দার, এ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক প্রমুখ।
উল্লেখ্য, উপকূলীয় পানি ব্যবস্থাপনায় কাজ করার স্বীকৃতিস্বরূপ লিডার্স সংযুক্ত আরব আমিরাতের জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ ২০২৩ অর্জন করেছে এবং ২০১৫ সালে আন্তর্জাতিক ওয়াটার শোকেজ পুরস্কারপ্রাপ্ত হয়েছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিত করতে এবং তাদের জীবনমান উন্নত করতে লিডার্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।