মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: ৯ম ও ১০ম শ্রেণীতে ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী সাতক্ষীরা সদর উপজেলার ২৪৬ জন মাদ্রাসা শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব প্রদান করা হয়েছে।
বুধবার (১০ মে) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষেদর হল রুমে তাদের হাতে এই ট্যাব তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্যাব বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তালেব, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী ট্যাবগুলো উপহার দিয়েছেন। স্মার্ট শিক্ষার্থীরা দেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে নানামুখী ভূমিকা রাখবে। কারণ আজকে শিশু আগামী দিনে ভবিষ্যৎ।