শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তালায় ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী পালিত

প্রতিবেদক
the editors
নভেম্বর ১৬, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ

তালা প্রতিনিধি: ‌‌‘পৃথিবী গড়ার আগে, সবার আগে নিজেকে গড়ো’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরা তালায় ফুলকুড়ি আসরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার (১৬ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। সভাপতিত্ব করেন তালা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ হাদিউজ্জামান।

ফুলকুঁড়ি আসরের সাতক্ষীরা জেলা শাখার সহকারী পরিচালক এস এম মুরাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সমাজ সেবা সম্পাদক তাওহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মমতাজ উদ্দীন, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিম, খুলনা মহানগর ফুলকুঁড়ি আসরের পরিচালক ইমরান হোসেন জাবীর, সাতক্ষীরা জেলা শাখার প্রাক্তন পরিচালক ইহসানুল মাহাবুব জুবায়ের প্রমুখ।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় ৯ ক্যাটাগরিতে ৫৩ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ - জাতীয়