ডেস্ক রিপোর্ট: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদযাপন কমিটি, একটি উপদেষ্টা পরিষদ ও কয়েকটি উপ-কমিটির গঠন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের প্রধান বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম। এছাড়া উপদেষ্টায পরিষদে রয়েছেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ ও অধ্যাপক মোঃ ইমদাদুল হক।
উদযাপন কমিটির আহ্বায়ক করা হয়েছে কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজকে ও সদস্য সচিব করা হয়েছে প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান মুকুলকে।
যুগ্ম আহবায়ক পদে রয়েছেন, প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, ডা. আবুল কালাম বাবলা, রেহেনা খানম, অধ্যাপক মোঃ ওলিউর রহমান, ভালুকা চাঁদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক (জ্যোতি),
যুগ্ম সদস্য সচিব ও নিবন্ধন কমিটির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান (রাসেল), যুগ্ম সদস্য সচিব ও সাজসজ্জা কমিটির আহ্বায়ক মীর তাজুল ইসলাম (রিপন), যুগ্ম সদস্য সচিব অধ্যাপক মোঃ বদরুল মিল্লাত, মোঃ মাগফুর রহমান, শ্যামনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুল আল মাহমুদ (রিটু), মোঃ মশিউর রহমান (বাবু) ও প্রচার সম্পাদক মোহাম্মদ সাকিবুর রহমান।
কার্যনির্বাহী সদস্য অধ্যাপক গাজী আবুল কাশেম, মোঃ জোবায়ের আলম (প্রিন্স), প্রভাষক আসমা খাতুন, মোঃ জিল্লুর রহমান মিঠু, মোঃ মনিরুজ্জামান (বকুল), শাকিল আহসান পলাশ, মোঃ গোলাম মোস্তফা, মোঃ জুলফিকার আলী, সৈয়দ রুবায়েত ইসলাম (রাতুল), মোঃ মাহবুব রহমান। মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, মোঃ নজরুল ইসলাম, আহছানুস সালেহীন, মোঃ ইমরান হোসেন, মোঃ রফিকুল আলম, মোঃ আলাউদ্দিন, আইনজীবী সৈয়দ জিয়াউর রহমান (বাচ্চু), মাহামুদুল হক জামি, মোঃ ইমরান ফাতাহ, শেখ রাকিবুল ইসলাম, মোঃ আব্দুস সাত্তার, মোঃ মহিবুল্লাহ ও শেখ আফজাল হোসেন।
সভায় জানানে হয়, প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে নির্দিষ্ট অনলাইনে আগামী বছরের ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য
সাবেক শিক্ষার্থীদের জন্য ২ হাজার টাকা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য ১৫শ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
একই সাথে ২০২৫ সালে ঈদ উল ফিতর এর ৩য় দিন প্লাটিনাম জয়ন্তী উৎসবের তারিখ নির্ধারণ করা হয়েছে।