the editors logo
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের সম্প্রীতি র‌্যালি

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ১২, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগরে সম্প্রীতি র‌্যালি করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার, আগরতলায় বাংলাদেশ হাইকমিশনসহ দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননাসহ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে এই সম্প্রীতি র‌্যালি বের করে তারা।

এতে নেতৃত্বে দেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর সম্পাদক ড. মনিরুজ্জামান মনির। শ্যামনগর উপজেলা কৃষক দলের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশে বিএনপি নেতা মনিরুজ্জামানের মনির বলেন, বাংলাদেশের জনগণ ভারত বিরোধী নয়, ভারতের এক চোখা নীতি বিরোধী।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব ও পূজা উদযাপন পরিষদের ঈশ্বরীপুর ইউনিয়ন সভাপতি সুকান্ত কুমার আউলিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. ইব্রাহিম খলিল, কৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি খায়ের মল্লিক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর সরদার, সাধারণ সম্পাদক আমীর আলী, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাবের মোড়ল, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ নুরুজ্জামান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, শামসুদ্দোহা টুটুল, হিন্দু নারী নেত্রী কনিকা রানীসহ সহস্রাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!