ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসবে অংশ নিয়ে বৃত্তিপ্রাপ্ত ৩৮২ জন শিক্ষাথীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্টার কিডস আয়োজিত এই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম।
স্টার কিডসের পরিচালক এ.টি.এম আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানছির বিল্লাহ, দিবানৈশ কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামান, শিশু বিশেষজ্ঞ ডা. মোঃ জাকির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিয়ারাজ হুসাইন, সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা, পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. রুহুল আমিন, শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ, বাংলাভিশন ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
অনুষ্ঠানে ৩৮২ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ২২৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ১৫৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।