মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসানুজ্জামান সুমন।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য মুনতাজ আলী সরদার, বি ডি এফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ ও সহ-সভাপতি জি এম আমিনুল হক এবং বিদ্যালয়ের পিটিএ সদস্য জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী দিশা মল্লিক, নিয়মিত উপস্থিতির জন্য ২৯ জন শিক্ষার্থী, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশেষ অবদানে ৭জন, বিদ্যালয়ের আসবাবপত্র রক্ষণাবেক্ষণে স্বচেষ্ট থাকায় ৬ জনসহ প্রত্যেক শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শংকর কুমার সাধুখাঁ, অম্ভিকা রানী মন্ডল, সীমা রানী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসানুজ্জামান সুমন।