সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ঘটনাবহুল ম্যাচে রিয়ালকে উড়িয়ে সুপারকোপা জয় বার্সার

প্রতিবেদক
Shimul Sheikh
জানুয়ারি ১৩, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: গেল বছরের অক্টোবরে লা লিগায় রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। নতুন বছরের শুরুতে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছিল রিয়ালের সামনে। কিন্তু প্রতিশোধ তো দূরে থাক, বার্সার কাছে এবারও পাত্তা পেল না রিয়াল। ঘটনাবহুল ম্যাচে ৫-২ গোলে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল।

রোববার বছরের প্রথম এল ক্লাসিকো হয়েছিল সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে। এবার লা লিগা নয়, ম্যাচটি ছিল স্প্যানিশ সুপারকোপার ফাইনাল। আরও একবার শিরোপা জিতে রিয়ালের সঙ্গে ব্যবধানটাও বাড়িয়ে নিয়েছে বার্সা। সুপারকোপার শিরোপার সংখ্যা ১৫-তে নিয়ে গেছে হানসি ফ্লিকের দল।

এই ম্যাচে বার্সার শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ ছিল রিয়ালের। জিততে পারলে চিরপ্রতিদ্বন্দ্বীদের সর্বোচ্চ (১৪ বার) শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসাতে পারতো আনচেলত্তির দল। কিন্তু মাঠে কী হয়েছে, তা সবারই জানা। যে কারণে রিয়ালের শিরোপার সংখ্যা ১৩-ই থেকে গেলো।

প্রথমার্ধেই ম্যাচ থেকে ছিটকে যায় রিয়াল। ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধেও নাটকীয়তা কম দেখা যায়নি। এই অর্ধের শুরুতে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বার্সা। এরপর বার্সার গোলরক্ষক ভয়চেক সিজনি লাল কার্ড দেখেন। এরপর প্রায় ৪০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলে বার্সা। এই সুযোগটাও কাজে লাগাতে পারেনি রিয়াল। ১ গোল করে শুধু ব্যবধানটাই কমাতে পারে তারা।

রোববার গোলবন্যার যাত্রাটা শুরু করে রিয়ালই। ৫ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে ১-০ তে এগিয়ে যায় আনচেলত্তির দল। ২২ মিনিটে লামিন ইয়ামালের গোলে ১-১ সমতায় ফেরে বার্সা।

এরপর ৩৬ মিনিটে ডি-বক্সের ভেতর বার্সার গাভিকে ফাউল করেন কামাভিঙ্গা। এতে বার্সার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি হেসুস গিল মানজানো। স্পটকিকে গোল করতে ভুল করেননি রবার্ট লেওয়ানডস্কি। এতে ২-১ তে এগিয়ে যায় বার্সা।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image