ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় গ্রাহকদের জমাকৃত ২৯ লাখ ৯০ হাজার টাকা অ্যাকাউন্টে জমা না রেখে আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার এজেন্ট, কাস্টমার সার্ভিস অফিসার, এজেন্ট সহকারী ও উপজেলা পোস্ট মাস্টারসহ চারজনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৯ মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. মহসিন আলী মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, তালা উপজেলা ডিজিটাল সেন্টারের পরিচালক ও ব্যাংক এশিয়ার এজেন্ট মো. আতাউর রহমান (৩৫), তালা উপজেলা পোস্ট মাস্টার সুদীন কুমার বৈদ্য (৪০), ব্যাংক এশিয়ার কাস্টমার সার্ভিস অফিসার নাজমুল হোসেন (২৫) ও এজেন্ট সহকারী টুটুল দেবনাথ (২৬)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. মহসিন আলী জানান, ব্যাংক এশিয়ার কর্মকর্তা ও পোস্ট অফিসের কর্মচারীরা গ্রাহকদের জমাকৃত ২৯ লাখ ৯০ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে জমা না করে পরস্পর যোগসাজশে আত্মসাত করেন। এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দুদক। তদন্তে প্রতারণার সত্যতা মিললে দণ্ডবিধির ৪০৬/৪২০/৪০১ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়।