ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বল্লী ইউপি চেয়ারম্যান অ্যাড. মোঃ মহিতুল ইসলাম।
গত ১৯ মার্চ যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
একই সাথে এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মনোনীত হয়েছেন নাছিমা খাতুন, অভিভাবক সদস্য সাইফুল ইসলাম ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনসুর আলী।
এদিকে, রোববার (২৩ মার্চ) এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন সভাপতি অ্যাড. মোঃ মহিতুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছেন বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনসুর আলীসহ এডহক কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। #
২৩.৩.২৫