মঙ্গলবার , ২৩ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কাশির সিরাপ রপ্তানির আগে পরীক্ষা বাধ্যতামূলক করছে ভারত

প্রতিবেদক
admin
মে ২৩, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: কাশির সিরাপ রপ্তানির আগে তা পরীক্ষা বাধ্যতামূলক করছে ভারত। সরকারি এক নোটিশে এমনটি বলা হয়েছে।

গাম্বিয়া ও উজবেকিস্তানে শিশুমৃত্যুর ঘটনায় ভারতের তৈরি কাশির সিরাপের সংশ্লিষ্টতার পর এমন পদক্ষেপ এলো।

সোমবার এক নোটিশের সরকার এবং মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রপ্তানির আগে প্রতিটি কাশির সিরাপেরই সরকারের গবেষণাগারের দেওয়া বিশ্লেষণের সনদপত্র থাকতে হবে। ১ জুন থেকে তা কার্যকর হবে।

ভারতের ৪১ বিলিয়ন ডলারের ওষুধের ব্যবসা ভারতে অন্যতম বড়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতের তিনটি কোম্পানির তৈরি সিরাপে বিষাক্ত পদার্থ পায়।

এসব কোম্পানির মধ্যে দুটির সিরাপ গেল বছর গাম্বিয়ায় ৭০ ও উজবেকিস্তানের ১৯ শিশু মৃত্যুর সঙ্গে সম্পর্কিত।

বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রপ্তানি নমুনার পরীক্ষা এবং বিশ্লেষণের সনদপত্র সাপেক্ষে কাশির সিরাপ রপ্তানির অনুমোদন মিলবে।

স্থানীয় বাজারে বিক্রি হওয়া সিরাপের পরীক্ষা লাগবে কি না, সেই সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞপ্তিতে সাত ফেডারেল সরকারের বিভিন্ন গবেষণাগারের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে নমুনা পরীক্ষার জন্য পাঠানো যেতে পারে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!