ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিশ^ তামাক মুক্ত দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ, উপসহকারী পরিচালক রুবেল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা তামাক বিরোধী কমিটির প্রতিনিধি সুশান্ত মল্লিক, অধ্যাপক রেজাউল করিম, রেবেকা সুলতানা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা প্রমুখ।
এ উপলক্ষে কালেক্টরেট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।