ডেস্ক রিপোর্ট: বাজারে কাঁচা মরিচের দাম যখন হু হু করে বাড়ছে, ঠিক তখনই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করলো ছয় ট্রাক ভারতীয় কাঁচামরিচ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার (২ জুলাই) আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর পর প্রথম চালানেই এসেছে এসব কাঁচা মরিচ।
ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বন্দরের স্বাভাবিক শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত ২১ ট্রাক পাথর ও ৬ ট্রাক কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করেছে।
এদিকে, সাতক্ষীরার বড় বাজার ঘুরে দেখা গেছে, রোববার প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। মাত্র দু’তিন দিনের ব্যবধানে ২০০ টাকার কাঁচা মরিচের দাম বেড়ে ৫০০ টাকা হয়েছে।
বিক্রেতারা বলছেন, পাইকারী দাম বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।