বুধবার , ৫ জুলাই ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নলতায় তাঁতশিল্পের কার্যক্রম পরিদর্শনে বস্ত্র মন্ত্রণালয়ের উপ-সচিব

প্রতিবেদক
the editors
জুলাই ৫, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের নলতাসহ আশেপাশের বেশ কিছু এলাকাজুড়ে তাঁতশিল্পের সম্ভাবনা হাতছানি দিচ্ছে।

বুধবার (৫ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার নলতাস্থ তাঁতবোর্ডের বেসিক সেন্টার ও তাঁতশিল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হোসেন।

পরিদর্শনকালে বেসিক সেন্টারের জরাজীর্ণ অবস্থা দেখে উপ-সচিব আলমগীর হোসেন বলেন, সরকার সবখাতেই ব্যাপক উন্নয়ন করেছে এবং করবে। সরকারের দৃষ্টিতে নিতে পরলে তাঁতশিল্পের অবশ্যই উন্নয়ন হবে, এগিয়ে যাবে। এজন্য আমি যতদিন সরকারের এই সেক্টরে দায়িত্বে আছি, এখানে ভালো কিছু কাজের দৃশ্যমান করার চেষ্টা করব।

এসময় বেসিক সেন্টারের ইন চার্জ মো. জিলান বলেন, এগুলো সংস্কার করতে কোনো সরকারি বরাদ্দ নেই। তাছাড়া এই বেসিক সেন্টারের জন্য কম্পিউটার অপারেটর, ফিল্ড ম্যানেজার ও অফিস সহকারী নিয়োগ খুবই জরুরী। না হলে সরকারের এ শিল্প হুমকির মুখে পড়তে পারে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!