রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

রাত পোহালেই বেনাপোল পৌর নির্বাচন

প্রতিবেদক
the editors
জুলাই ১৬, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পৌরসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ। ইতোমধ্যে ভোটকেন্দ্রে পৌঁছেছে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) অন্যান্য সরঞ্জাম। এখন রাত পোহালেই ভোট।

সোমবার (১৬ জুলাই) উৎসবমূখর পরিবেশে ভোট কেন্দ্রে পৌঁছেছে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ সকল সরঞ্জাম। প্রিজাউডিং কর্মকর্তারা সংগ্রহ করছেন এসব উপকরণ।

শার্শা উপজেলা নির্বাচন কমিশন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ জানান, সোমবার বেনাপোল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রতিটি কেন্দ্রে আনসার, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক টহলে থাকবে র‌্যাব। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিটেট নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

প্রসঙ্গত, বেনাপোল পৌরসভার নির্বাচনে ৯ টি ওয়ার্ডে ১২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ৩০ হাজার ৩৮৫ জন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!