সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
the editors
জুলাই ১৭, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা।

র‌্যালিটি স্থানীয় খান মার্কেট থেকে বের হয়ে বাদ্য বাজনা সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকারের সঞ্চালনায় বক্তারা বলেন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীরের দক্ষ নেতৃত্বে স্বর্ণ খাত অচিরেই বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাক খাতকে ছাড়িয়ে যাবে। এজন্য দক্ষ কারিগর দ্বারা হলমার্ককৃত রপ্তানিযোগ্য গহনা প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে যাবতীয় সহযোগিতা দেবেন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রাণ পুরুষ সায়েম সোবহান আনভীর।

অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি বলাই দে, জয়দেব কুমার দে, মিলন কুমার দত্ত, রায় দুলাল চন্দ্র, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান, রবীন কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কুমার মল্লিক, কোষাধ্যক্ষ সুমন কর্মকার, স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রীদাম দে, সাধারণ সম্পাদক সুমন বিশ্বাসসহ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের সদস্যরা অংশ নেন।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!