সোমবার , ৩১ জুলাই ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

একই মঞ্চে আওয়ামী লীগ-বিএনপি নেতারা!

প্রতিবেদক
admin
জুলাই ৩১, ২০২৩ ১০:০৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: মহাসমাবেশ ও শান্তি সমাবেশকে ঘিরে যখন রাজধানীসহ বিভিন্ন জেলা-উপজেলায় চলছে সংঘর্ষ, সহিংসতা, বাসে আগুন দেওয়া হয়েছে। তখন মেহেরপুরের গাংনীতে একই মঞ্চে মিলিত হলেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।

এক মঞ্চে বসে তারা অঙ্গীকার করলেন সহিংসতার পথে না গিয়ে মেনে চলবেন নির্বাচনী আচরণ বিধি।

রোববার (৩০ জুলাই) দুপুরে গাংনী উপজেলা শাখা সব রাজনৈতিক দলের নেতাদের এক মঞ্চে বসার আয়োজন করে ‘দি হাঙ্গার প্রজেক্ট’।

দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া অফিসে এই আয়োজন করা হয়।

এদিন আওয়ামী লীগের পক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রচারণা সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক রানু, আ.লীগ নেতা মনিরুজ্জামান আতু, আল্পনা আক্তার।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন – গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো, জেলা বিএনপির নেতা আব্দাল হক।

জাতীয় পার্টির গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিব উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজির সমন্বয়ক প্রভাসক রফিকুল ইসলাম বকুল, করমদী ডিগ্রি কলেজের প্রভাসক এএসএম সায়েম পল্টু, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।

এআর দি হাঙ্গার প্রজেক্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দীন, গাংনী এরিয়া অফিসের সমন্বয়ক হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতারা অঙ্গীকার করেন, জাতীয় পর্যায়ে যাই হোক আমরা স্থানীয়ভাবে শান্তিপূর্ণ অবস্থান তৈরি করব। সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ অবস্থানে থাকব।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চলতি সপ্তাহে খুলতে পারে প্রাথমিক বিদ্যালয়, সিদ্ধান্ত রোববার

কেশবপুরে সরকারি হাসপাতালে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন

ডিবি ইউনাইটেড হাইস্কুলে চক্ষু চিকিৎসা ক্যাম্প ১৯ জুন, সফলে মতবিনিময়

কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভে নিহত ৭

কয়রায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশ পুনরুজ্জীবিতকরণে প্রশিক্ষণ

উত্তেজনা, মারামারি, মাঠ ছেড়ে যাওয়া ম্যাচে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

মালয়েশিয়া যেতে না পারাদের টাকা ১৮ জুলাইয়ের মধ্যে ফেরত দিতে হবে

শিবসা নদী বাঁচানোর দাবি

১৯ বছর স্প্লিন্টারের আঘাত বয়ে বেড়াচ্ছেন টুকু

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল

error: Content is protected !!