ডেস্ক রিপোর্ট: আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন ‘বাতিল’ করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
সোমবার (৭ আগস্ট) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি আরও আগেই বাতিল করা উচিত ছিল। সাইবার নিরাপত্তা আইন ২০২৩ আইন প্রনয়ণের ঘোষণা দিয়েছে সরকার।
তিনি আশা প্রকাশ করে বলেন, সাইবার নিরাপত্তা আইন যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থি না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়।
তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কন্ঠরোধ করলে আমরা তা মেনে নেবো না। গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের দাবিও জানিয়েছেন জাপা চেয়ারম্যান।