স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: যশোরে ২৫ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মো. রাকিব ওরফে ভাইপো রাকিবসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-৬ এর সদস্যরা যশোর, গাজীপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ওয়ান শ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে র্যাব-৬ এর যশোর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
আটককৃতরা হলেন, যশোর শহরের বেজপাড়া এলাকার আলোচিত ২৫ মামলার আসামি মো: রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের কাশেম আলীর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগাড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের সানু ফকিরের ছেলে অস্ত্রধারী সন্ত্রাসী সাগর হোসেন (২১) ও একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের (৩৪)।