এসএম হাবিবুল হাসান: দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় সুপেয় খাবার পানির সংকট নিরসনে চাই সকলের সমন্বিত পরিকল্পনা। ভৌগোলিক ও মানবসৃষ্ট বিভিন্ন কারণে বাংলাদেশে সুপেয় পানির সংকট অত্যন্ত প্রকট। চাষের জমিতে চিংড়ি চাষ ও অনাবৃষ্টি সুপেয় পানির সংকটের অন্যতম কারণ।
বুধবার (২২ মার্চ) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল সেন্টারে বিশ্ব পানি দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা ও প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এসব কথা বলেন।
সভার শুরুতে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রকল্প সম্পর্কিত তথ্যাদি তুলে ধরেন।
সভায় ডিজিটাল কনটেন্ট উপস্থাপন করেন, সুইস কনটাক্ট বাংলাদেশের প্রকল্প ম্যানেজার ইন্টারভেনশন সাইদুজ্জামান পুলক।
প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর মো. আব্দুল হামিদ, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান, স্বদেশের নির্বাহী পরিচালক মাদব দত্ত, অধ্যক্ষ আশেকে ই এলাহী, ফরিদা আক্তার বিউটি, নিত্যানন্দ সরকার, মো. খালেকুজ্জামান, সাইয়েদুল আরেফিন, মো. শওকত হোসেন, মো. সিরাজুল ইসলাম প্রমুখ।