মাসুদ পারভেজ: কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদীর সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি কর্মকর্তা অসীম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাহিদুর রহমান, তথ্য কর্মকর্তা (তথ্য আপা) মেরিনা আক্তার, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক এনামুল হোসেন ছোট, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম প্রমূু।
সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, খাল খনন, বাস টার্মিনাল স্থানান্তর, যানজট নিরসন ও বাগদা চিংড়িতে পুশ বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান, শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি প্রমুখ।