মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

অবরোধের প্রভাব পড়েনি পাইকগাছায়: যান চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
the editors
অক্টোবর ৩১, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: সারাদেশে বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে খুলনার পাইকগাছায় তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে উপজেলায় বাসসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক ছিল। খুলেছিল দোকানপাট। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উপজেলার কোথাও অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মাঠে নামতে দেখা যায়নি।

এ বিষয়ে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি ও পাইকগাছা পৌরসভা শ্রমিকলীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম জানান, বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে খুলনার সব রুটে বাস-মিনিবাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকাল থেকেই সকল রুটে বাস চলাচল স্বাভাবিক ছিল। জনবিরোধী এই অবরোধে বাস মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবেন না। তারা এ অবরোধ প্রত্যাখ্যান করেছেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, অবরোধকে কেন্দ্র করে কেউ যাতে রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি করতে না পরে সেজন্য পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!