আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া এর পূর্ব উপকূলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমন দাবি করেছে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরুর পর থেকেই প্রতিক্রিয়া দেখিয়ে আসছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ান জয়েন্ট চিফস অব স্টাব (জেএসসি) বলেছে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টার কিছুক্ষণ আগে ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়া হোয়াংহেই প্রদেশ থেকে ছোড়া হয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিধির তোয়াক্কা না করে ক্ষেপণাস্ত্র ছোড়ায় জেএসসি নিন্দা জানিয়ে বলেছে, তাদের সামরিক মহড়া চলবেই।
এক বিবৃতিতে জেএসসি বলছে, খুব কাছ থেকে আমরা উত্তর কোরিয়ার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছি। একইসঙ্গে যেকোনো উসকানির অপ্রতিরোধ্য জবাব দেওয়ার সমর্থনের ওপর ভিত্তি করে দৃঢ় প্রস্তুতি বজায় রাখছি।
জাপান সরকার বলছে, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে নিন্দা জানিয়ে জাপান বলছে, প্রতিবেশী দেশের ক্ষেপণাস্ত্র ছোড়া জাপান, আঞ্চলিক ও আন্তর্জাতিক গোষ্ঠীর নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি।
এটি ছিল চলতি মাসে উত্তর কোরিয়ার সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা।