দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ইউনিয়ন এবং কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ অ্যান্ড ফ্যামিলি প্লানিং সেবা প্রদানকারীদের স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এমফ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বে-সরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস্ ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মো. মুজিবুর রহমান।
আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাকিব হাসান বাঁধন, এ্যামেরিকেয়াস্ ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবিএম কামরুল আহসান।
উপজেলার সকল ইউনিয়ন ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ অ্যান্ড ফ্যামিলি প্লানিং সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মীরা প্রশিক্ষণে অংশ নেন।