ডেস্ক রিপোর্ট: ভেষজ উদ্ভিদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ চত্বরে ড. আখতারুজ্জামান চৌধুরীর লেখা ‘বাংলাদেশের উদ্ভিদ পরিচিতি’ বইটি নিয়ে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সঞ্চালনায় পাঠচক্রে আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি ফয়জুর রহমান মিশুক, দপ্তর সম্পাদক আকদাস হুসাইন, দক্ষতা ও জনশক্তি সম্পাদক ইয়াছিন আরাফাত, পরিবেশ জলবায়ু ও ভূপ্রকৃতি সম্পাদক পৃথা মন্ডল, কার্যনির্বাহী সদস্য সৈয়দা সাদিয়া, শিরিনা সুলতানা, রানী চক্রবর্তী, মাহফুজা সুলতানা, সজীব সরকার, আল ইমরান, মোঃ মহিন শেখ, শেখ রাফায়েত হক প্রমুখ।
পাঠচক্র শেষে সবাই ভেষজ উদ্ভিদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে নিজ নিজ মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন, বর্তমানে দেশের ২০-২৫% প্রজাতির উদ্ভিদ বিপন্ন হতে চলেছে। এখনই যদি উদ্যোগ না নেওয়া হয় তবে অচিরেই এসব উদ্ভিদ প্রজাতি হারিয়ে যাবে, হারিয়ে যাবে ঐসকল উদ্ভিদের উপর নির্ভরশীল প্রাণবৈচিত্র্যও।