কয়রা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম।
সভায় স্বাগত বক্তৃতায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মামুন জানান, ০৯-১৪ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হবে। এই সেবা ও প্রচার সপ্তাহে প্রত্যেক পরিবার কল্যাণ সহকারী উঠান বৈঠকের মাধ্যমে পরিবার পরিকল্পনার পদ্ধতি, বাল্য বিবাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারণা চালাবেন।
মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. শুভ্রমোনিয়াম মণ্ডল জানান, প্রত্যেক ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিক পরিচালিত হবে। যেখানে গর্ভবতী মা ছাড়াও শিশু ও কিশোর কিশোরদের সেবা দেওয়া হবে।