মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মাঠে মাঠে সরিষা ফুলের সমারোহ

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ১৯, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সবুজে ঘেরা গাও গ্রামের চিরচেনা রূপ হলুদের সমারোহে ভরে গেছে। নান্দনিক সৌন্দর্যে সেজেছে আশাশুনির সাড়ে ৩ সহস্রাধিক কৃষকের ক্ষেত। সেই সাথে বাম্পার ফলনের আশায় আশায় বুক বেধেছেন তারা।

জানা গেছে, বোরো আবাদের আগে অতিরিক্ত ফসল হিসাবে সরিষা আবাদের জন্য কৃষকদের প্রণোদনার আওতায় এনে সরিষা চাষে উদ্বুদ্ধ করে কৃষি বিভাগ। ফলশ্রুতিতে এলাকার মাঠের পর মাঠে এখন সরিষা ফুলের সমারোহ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম জানান, এবছর উপজেলার ৯০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৯১০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। আবাদকৃত সরিষার মধ্যে বারি ১৪ ও ১৭, বিনা ৯ ও টরি ৭ জাতের সরিষা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে হেক্টর প্রতি ১.২ মেঃ টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রত্যাশা করা হচ্ছে। সে অনুযায়ী এবছর আশাশুনিতে ৯১০ মে.টন থেকে ১০৯২ মে.টন সরিষা উৎপাদন হতে পারে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!