ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী’র সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ।
প্রতিযোগিতায় অংশ নেয় কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয় ও মিলনী মাধ্যমিক বিদ্যালয়। এতে নলতা হাইস্কুল ও বড়শিমলা কারবালা হাইস্কুল জয়লাভ করেছে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, অধ্যাপক শ্যামাপদ দাশ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ওয়াসী উদ্দিন।
উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্য সচিব অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম, গণপাঠাগারের সদস্য আশেক মেহেদী, শাওন প্রমুখ।