ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে রামকৃষ্ণ চক্রবর্তীকে সভাপতি ও ওহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়ার সহ-সভাপতি আসাদুর রহমান, সহসভাপতি রিয়াজুল হক ও আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, অর্থ সম্পাদক আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ খোরশেদ আলম, কাস্টম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন (মন্টু), বন্দর ও বর্ডার বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুর রহমান (খোকন মাস্টার), ক্রীড়া সম্পাদক পঙ্কজ দত্ত, প্রচার সম্পাদক মোঃ আনারুল ইসলাম (আনার), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোঃ আবু হাসান, মোস্তাফিজুর রহমান নাসিম, মোঃ মিজানুর রহমান ও মোঃ আক্তার হোসেন (পানি ডাক্তার)।
এর আগে ভোমরা স্থলবন্দর এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বিগত কমিটির সহ-সভাপতি অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদী উল্লিখিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।