মঙ্গলবার , ১৪ মে ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পাইকগাছায় সরকারি জমি দখলে নিতে বাজার কমিটি ও মোটরশ্রমিকরা মুখোমুখি

প্রতিবেদক
the editors
মে ১৪, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখল নিয়ে ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিকদের সাথে বাজার কমিটির নেতৃবৃন্দ মুখোমুখি অবস্থানে রয়েছে। এ নিয়ে এক মোটর শ্রমিককে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালি বাজারে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গায় রয়েছে। একটি পক্ষের দাবি মোটর সাইকেলগুলো রাস্তার উপরে থাকার কারণে যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটে থাকে। এ কারণে তারা মোটর সাইকেলগুলো রাখার জন্য পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এক স্ট্যান্ড গড়ে তোলার দাবি তোলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গা ব্যবহারে সম্মতি দেন।

এদিকে, বাজার কমিটির সভাপতি/সম্পাদক ওই জায়গাটি কাটাখালি একতা যুব সংঘের যাতায়াতের রাস্তা বলে দাবি করেন। এ নিয়ে গত ৭ মে বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী ও তার ছেলে রাজা গাজী ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিকদের সহ-সভাপতি শেখ বজলুর রহমানকে মারপিট করেন। এ ঘটনায় সু-বিচার পেতে কামরুল গাজী ও তার ছেলে রাজা গাজীর বিরুদ্ধে পাইকগাছা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী বজলুর রহমান।

এ বিষয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী বলেন, জমি সংক্রান্ত বিরোধে তাকে মারা হয়নি। সে বাজারে এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় তার সাথে ধাক্কা ধাক্কি হয়।

এ বিষয়ে চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন, কাটাখালি বাজারে যানজট এড়াতে ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিকদের দাবির প্রেক্ষিতে তাদের মোটর সাইকেল রাখার জন্য ওই জায়গা দেখিয়ে দেয়া হয়।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যারা আমাকে ট্রল করে তারাই ফলো করে : জায়েদ খান

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে কাকড়া আহরণ, ২ জেলে গ্রেফতার

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন রোগীরা

ভারতের পার্লামেন্ট থেকে বিরোধীদলীয় ১৫ এমপি বহিষ্কার

শুক্র-শনি ব্যাংক খোলা রাখার নির্দেশ ইসির

‘বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে আমি জামাকাপড় খুলে দৌড়াব’

সাতক্ষীরায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সেঁজুতি

ভারতে পাইপলাইনে গ্যাস সরবরাহের খবর গুজব: জ্বালানি মন্ত্রণালয়

আরও ৫ প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণার সিদ্ধান্ত

বিমানবন্দরেই নতুন ছবির চুক্তি স্বাক্ষর!

error: Content is protected !!