আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ভারতের পাঁচ সেনা। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য এ এ হামলা চালানো হয়।
সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সেনাবাহিনীর গাড়িটিতে চারদিক থেকে অন্তত দুই ডজন গুলি চালানো হয়। এর মানে, হামলায় কয়েকজন সন্ত্রাসী অংশ নিয়েছিল।
হতাহতরা সবাই ভারতের রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য এবং তারা সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন।
ভারতীয় সেনাবাহিনী বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সেনাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায় এবং পরে সম্ভবত গ্রেনেড হামলার কারণে গাড়িতে আগুন ধরে যায়।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা এখনো পলাতক এবং তারা পাকিস্তানের নাগরিক। তাদের ধরতে এলাকাজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
তদন্তে যোগ দিচ্ছে ভারতের জাতীয় তদন্ত সংস্থাও (এনআইএ)। তাদের একটি বিশেষ দল এরই মধ্যে কাশ্মীরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের রাজনৈতিক দলগুলোও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
দীর্ঘ ১২ বছর পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাওয়ার ঘোষণার দিনই ভারতীয় সেনাদের ওপর এ হামলার ঘটনা ঘটলো। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ওই সফরে যাবেন বিলাওয়াল ভুট্টো জারদারি। আগামী চার ও পাঁচ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সেই বৈঠক।
২০১৯ সালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলা এবং তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের বালাকোটে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে পড়ে। ওই বছরের আগস্টে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হয়।