the editors logo
বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা যথাসময়েই: এনটিআরসিএ

প্রতিবেদক
Shimul Sheikh
জুলাই ১১, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (১০ জুলাই) এনটিআরসিএর যুগ্ম-সচিব মুহম্মদ নূরে আলম সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএর ব্যবস্থাপনায় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর লিখিত পরীক্ষা আগামী ১২ ও ১৩ জুলাই দেশের আটটি বিভাগীয় জেলা শহরের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। জেলাগুলো হলো- ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট।

সময়সূচি অনুযায়ী- ১২ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা হবে। এছাড়া ১৩ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কুচক্রীমহল বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা স্থগিতকরণ সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

এদিকে, গত কয়েকদিন ধরে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছেন বন্যাকবলিত জেলাগুলোর চাকরিপ্রার্থীরা।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মোজাম্মেল হোসেন ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। তার স্বপ্ন শিক্ষক হবেন। সেই স্বপ্নপূরণে এখন বড় বাধা বন্যা পরিস্থিতি।

মোজাম্মেল হোসেন গত ৬ জুলাই জাগো নিউজকে বলেন, সারিয়াকান্দিতে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। জীবন নিয়ে আমরা শঙ্কায় দিন পার করছি। প্রতিদিন পানি বাড়ছে। যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। এ অবস্থায় পরীক্ষা দেওয়ার কথা মাথায় নিয়ে আসা বিলাসিতা ছাড়া কিছুই না। কিছুদিনের জন্য হলেও পরীক্ষা পিছিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

তবে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সিলেটের যে কেন্দ্রগুলোতে পরীক্ষা হবে, সেখানে পানি ওঠার সম্ভাবনা নেই। এছাড়া অন্যান্য বিভাগেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কাজেই পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন পাস করেছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে গড় পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা: বাণিজ্য উপদেষ্টা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃৃবৃন্দের শ্রদ্ধা

ন‌ওয়াবেঁকী বাজারে মরা গাছ অপসারণের আগেই জায়গা দখলের চেষ্টা, রুখে দিল প্রশাসন

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘দুঃসাহসী খোকা’

‘কুইন অফ বেঙ্গল’ হলেন শ্রাবন্তী

যে তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে আজ

কালীগঞ্জে আমের বাম্পার ফলন

আগরদাঁড়ীর পরানদহা গ্রামে এমপি রবির উঠান বৈঠক

সুর ও ছন্দের আবেশ ছড়িয়ে ডিবি গার্লস হাইস্কুলে চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাপুয়া নিউগিনিকে ৫ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ

error: Content is protected !!