Monday , 16 September 2024 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

অনলাইন জুয়ায় হেরে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
admin
September 16, 2024 7:32 pm

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় অনলাইন জুয়ায় হেরে ঋণের দায়ে হানিফ (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার উপজেলার নাকশা গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

হানিফ ঐ গ্রামের মৃত্য রাজ্জাক গাজীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ গাজী অনলাইন জুয়ায় আসক্ত ছিল। জুয়া খেলে সে এ পর্যন্ত অনেক টাকা নষ্ট করেছে। রোববার সে তার নিজের মোবাইল অন্য একজনের কাছে বন্ধক রেখে টাকা নিয়ে জুয়া খেলে হেরে যায়। এতে চিন্তিত হয়ে পড়ে রবিবার রাতে বাড়িতে এসে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিক বিষয়টি পরিবারের কেউ জানতে পারেনি। দীর্ঘ সময় সে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হলে ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তার মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, হানিফ গাজীর লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়