উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ‘আগামি প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের আয়োজনে ও বেসরকারি সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন এবং কারিতাস খুলনা অঞ্চল পরিচালিত এফসিসিপি-৩ প্রকল্পের সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদে ফিরে আসে। পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, স্টেপ এন্ড বিল্ড-ইন প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুরূপভাবে গাবুরা ইউনিয়নের গাইনবাড়িতেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।