সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের মল্লিকের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রশ্রয় দেয়ার অভিযোগ উঠেছে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অপরাপর নেতৃবৃন্দ রোববার শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিএনপিকে দুর্বল করতেই আওয়ামী লীগে যোগ দেয়া নেতাদের পুনর্বাসনের চেষ্টা করছেন আবুল খায়ের মল্লিক। এমনকি ৫ আগস্টের আগে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় জড়িত আ’লীগ নেতাদের পক্ষ নিয়ে তিনি সর্বশেষ দুটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিষেদাগার করছেন।
এসব বিএনপি নেতার অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলালের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের মল্লিক। এছাড়া গণমাধ্যমে নানা ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।
এসময় তারা দ্রুততম সময়ে সভাপতির পদ থেকে আবুল খায়ের মল্লিককে অপসারণ করা না হলে বিএনপি থেকে পদত্যাগেরও হুমকি দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতৃবৃন্দ জানান, গত ২ নভেম্বর কৈখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় সভাপতিকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে তারা শীর্ষ নেতৃবৃন্দকে অবহিত করবেন।
এসময় তারা আরও বলেন, সম্প্রতি একটি নিউজ পোর্টালে সর্বশেষ ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গাজী শাহ আলমের বিরুদ্ধে একটি সংবাদ সম্প্রচার হয়েছে। সেখানে ৫ আগস্টের পটপরিবর্তনের পর হিন্দু সম্প্রদায়ের দুটি পরিবারের উপর শাহ আলম বাহিনী অত্যাচার করেছে মর্মে অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগ মিথ্যা দাবি করে মাহাবুব আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত পরেশ ও নিমাইয়ের কাছে বিষয়টি নিশ্চিত হওয়ার অনুরোধ করেন।
এসময় তারা আরও বলেন, বিএনপির সভাপতি কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নিকট থেকে আর্থিক সুবিধা নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে বিষেদাগার করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নিমাই রপ্তান বলেন, তার প্রতিষ্ঠান লুট হলেও কারা সেসব ঘটনায় জড়িত সেটা চিহ্নিত হয়নি। তিনি ইতোপূর্বে ঐ ঘটনায় কারও সম্পৃক্ততার অভিযোগও করেননি। অভিন্ন কথা বলেন পরেশ কুমার গায়েন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গাজী শাহ আলম বলেন, আ’লীগ দলীয় নেতৃবৃন্দকে তিনি অবৈধভাবে নিরাপদে ভারতে পালাতে সহায়তা করেছেন বলে উক্ত সংবাদে অভিযোগ করা হয়েছে। মূলত বিএনপির রাজনীতি থেকে তাকে সরানোর কৌশল হিসেবে প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিমের সাথে গাটছাড়া বেঁধেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি।
তিনি গত দুই যুগেও বিএনপিকে সংঘটিত করতে পারেননি দাবি করে গাজী শাহ আলম অভিযোগ করেন, আ’লীগ নেতাকর্মীদের দ্বারা প্রভাবিত হয়ে আবুল খায়ের মল্লিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা গাহী শাহ আলম, পরেশ গায়েন, নিমাই রপ্তান, ছাত্রদল নেতা বাবু প্রমুখ।