উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরের মুন্সীগঞ্জে এনজিএফ’র উদ্যোগে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প (চক্ষু) পরিচালিত হয়েছে।
মঙ্গলবার পিপিইপিপি-ইইউ প্রকল্পের মুন্সীগঞ্জ উপ প্রকল্প ইউনিটে এই স্বাস্থ্যক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ শাখা ব্যবস্থাপক ইকরামুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মোঃ রাকিব হাসান।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন গ্রামীণ চক্ষু হাসপাতালের মেডিকলে টিম । ক্যাম্পের মাধ্যমে পিপিইপিপি-ইইউ প্রকল্পের ১৪৬ জন সদস্যকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বাছাইকৃত ৪০ জনের ছানি অপারেশনের জন্য গ্রামীণ চক্ষু হাসপাতালে পাঠানো হয়।