মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

উপকূলের নারীদের স্বাস্থ্য সচেতনতায় বন্ধুজন ও ন্যাপ্রি ফাউন্ডেশনের ক্যাম্পেইন

প্রতিবেদক
the editors
মার্চ ১১, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে পিরিয়ড নিয়ে সচেতনতার অভাবে নারীরা জরায়ু ক্যানসারসহ বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন। গ্রামাঞ্চলে কিশোরী ও নারীরা পিরিয়ডকালীন সময়ে নোংরা কাপড় ব্যবহার করে থাকেন। পরিষ্কার কাপড় ও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করলে নানা সমস্যা হতে পারে। তাই শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। কিশোরীদের পিরিয়ড-বিষয়ক সব তথ্য জানতে হবে। তাহলেই পথচলা সহজ হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খবরের কাগজ’র পাঠক সংগঠন বন্ধুজন ও বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহায়তায় ন্যাপ্রি ফাউন্ডেশন আয়োজিত ‘সুস্থ প্রজনন ব্যবস্থার জন্য সুস্থ শরীর অপরিহার্য’ শীর্ষক ক্যাম্পেইনে এসব কথা উঠে এসেছে।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় শ্যামনগরের মুন্সিগঞ্জের ধানখালীতে লিডার্স’র প্রধান কার্যালয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে উপকূলীয় অঞ্চলের দুই শতাধিক কিশোরী অংশ নেয়।

অনুষ্ঠানের শুরুতেই কিশোরীদের পিরিয়ড-বিষয়ক বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হয়। এরপর ন্যাপ্রি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত কিশোরীদের স্যানিটারি ন্যাপকিন উপহার দেওয়া হয়।

ন্যাপ্রি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফারজানা হাসান রিমি বলেন, নারীদের কথা ও স্বাস্থ্যের কথা ভেবেই এই অনুষ্ঠান। পিরিয়ড আমাদের কাছে এখন স্বাভাবিক আলোচনা না, কিন্তু এটিকে স্বাভাবিক করা উচিত। তিনি বলেন, গ্রামাঞ্চলের বেশির ভাগ নারী মাসিক চলাকালে স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে কাপড় বা তুলা ব্যবহার করেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এ সময় ন্যাপ্রি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাদিয়া সুলতানা প্রিয়াংকা বলেন, সাতক্ষীরা উপকূলের প্রত্যন্ত গ্রামাঞ্চলের নারী শিক্ষার্থীদের সচেতন করতে ন্যাপ্রি ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করেছে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা, বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় ন্যাপ্রি ফাউন্ডেশনের ক্যাম্পেইন অসাধারণ একটি উদ্যোগ উল্লেখ করে বলেন, মেয়েদেরকে পিরিয়ড-বিষয়ক সকল তথ্য জানতে হবে। তাহলেই মেয়েদের পথচলা সহজ হবে।

খবরের কাগজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি নাজমুল শাহাদাৎ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, ন্যাপ্রি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাদিয়া সুলতানা প্রিয়াংকার মা অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারা বেগম, ন্যাপ্রি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাদিয়া সুলতানা প্রিয়াংকা, সাধারণ সম্পাদক নুরুননাহার, সাংগঠনিক সম্পাদক ফারজানা হাসান রিমি, সাতক্ষীরা বন্ধুজনের সভাপতি অর্পণ বসু, সাধারণ সম্পাদক রাফাত ইয়াছির রাকিব, শ্যামনগর বন্ধুজনের সভাপতি হাসানুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাদি প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অসহায় বাঘবিধবার ঘর মেরামতে এগিয়ে এলো ‘মানবতার বন্ধু’

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী পুনরুজ্জীবিতকরণে প্রশিক্ষণ

মানুষের পাশে না দাঁড়িয়ে নির্বাচনের জিকির তুলছে তারা : জামায়াত আমির

কয়রা উপজেলা ক্রীড়া সংস্থার সভা

আগুন সন্ত্রাসের নির্দেশদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে, সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ৭ মার্চ

দালালের দৌরাত্ম্যে নুরনগর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি চরমে

বেনাপোল সীমান্তে ২০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক নূর মোহাম্মাদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

error: Content is protected !!
preload imagepreload image