বুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সোহানের ঝড়ো সেঞ্চুরিতে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন ইউনাইটেড ক্লাব

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় হাবিবুর রহমান সোহানের ঝড়ো সেঞ্চুরিতে টাউন স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটে পরাজিত করে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর শিরোপা অর্জন করেছে ইউনাইটেড ক্লাব।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে ইউনাইটেড ক্লাব টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

টাউন স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের হাসান ৫১ ও মৃত্যুঞ্জয় ৩৩ রান করে। প্রতিপক্ষের আরিফুল ৩টি, এনাম ও রমজান ২টি করে উইকেট লাভ করে।

জবাবে ইউনাইটেড ক্লাব ব্যাট করতে নেমে সোহানের ঝড়ো সেঞ্চুরিতে ৮.২ ওভারে কোন উইকেট না হারিয়েই ১৩৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এতে ইউনাইটেড ক্লাব ১০ উইকেটে জয়লাভ করে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের পক্ষে সোহান ৩৬ বলে ১০৬ রান করেন।

খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইউনাইটেড ক্লাবের হাবিবুর রহমান সোহান এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন টাউন স্পোর্টিং ক্লাব এর এনামুল হক।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লীগের ট্রফি বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, এলসন কনজুমার পোডাক্ট লি: এর ডিএমপি শাহাদাত অমি, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, সাজেক্রীসের যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোঃ আব্দুল মান্নান, কবিরুজ্জামান রুবেল, আ.ম. আখতারুজ্জামান মুকুল, কাজী আক্তার হোসেন, ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, ফারহা দীবা খান সাথী, শিমুন শামস প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!