ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি এলাকার ভাঙনকবলিত এলাকায় এক বছর আগে পানি উন্নয়ন বোর্ডের নিয়োগকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক প্লেসিং করা জিও ব্যাগের বালু ব্যাগ কেটে নতুন জিও ব্যাগে ভরার সংবাদ প্রকাশ হওয়ায় অনিয়ম ঢাকতে দৌড়ঝাপ শুরু করেছেন সাব ঠিকাদার আইয়ুব আলী।
বাধ সংস্কারের অনিয়ম ধামা চাপা দিতে রীতিমত মরিয়া হয়ে উঠেছেন তিনি।
তবে, এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
জানা গেছে, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি এলাকায় এক বছর আগে পানি উন্নয়ন বোর্ড নিয়োগকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান অনিতা এন্টার প্রাইজ জিও ব্যাগ প্লেসিং করে। তার কাছ থেকে সাব ঠিকাদার হিসাবে কাজ নিয়েছে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্ৰামের শ্রমিক সরদার আইয়ুব আলী।
গত ২৫ ফেব্রুয়ারি ঐ এলাকায় উপকূল রক্ষা বাঁধে ফাটল দেখা দিলে সংস্কারের তৎপরতা শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় শ্রমিক সরদার আইয়ুব আলীর নেতৃত্বে বালু ভর্তি পুরানো জিও ব্যাগ কেটে নতুন জিও ব্যাগে ভরে খালি জিও ব্যাগ নদীতে ফিলে দেওয়ার ঘটনা ঘটে।