রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পাইকগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সভাপতি’র

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার ৫২নং ঘোষাল বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলামের বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল হান্নান উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে এই অভিযোগ করেছেন।

অভিযোগে ঘোষাল বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হান্নান উল্লেখ করেন, প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলামের অনিয়ম দুর্নীতির কারণে বিদ্যালয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না এবং বিদ্যালয়ের কোনো শ্রেণীতে পাঠদানে অংশ গ্রহণ না করে ল্যাপটপ ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। এছাড়া তিনি বিগত বছরের সরকারি দুটি প্রকল্পের অর্থ দিয়ে নামমাত্র কিছু কেনা কাটা করে বাকী অর্থ নিজের কাছে রেখেছেন। তিনি স্থানীয়ভাবে আয়কৃত অর্থ ও বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থের আয়-ব্যয়ের কোনো হিসাব দেন না।

এ বিষয়ে প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে সভাপতি’র অভিযোগ সত্য নয় এবং এটা পরিকল্পিত।

এ সময় উল্টো প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হান্নানের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলামে বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!