ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, বিশিষ্ট আইনজীবী আবুল হোসেন এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। জিয়াউর রহমান এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুম আবুল হোসেন সাতক্ষীরা জেলা বিএনপি-কে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিবেদিতপ্রাণ ছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। এছাড়া একজন সৎ ও প্রাজ্ঞ আইনজীবী হিসেবে নিজ এলাকায় তার সুনাম ছিল সর্বজনবিদিত। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সমিতির সদস্যদের স্বার্থ সুরক্ষা ও যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।