বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নওয়াবেঁকী বাজারে ইজারার শর্ত ভঙ্গ করে পাকা স্থাপনা নির্মাণ, জানে না ভূমি অফিস

প্রতিবেদক
the editors
মার্চ ৭, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে ইজারার শর্ত ভঙ্গ করে নকশা বহির্ভুত পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছে। তবে, ‘পা’ ফেলা দূরত্বে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের কর্তাব্যক্তিদের তা নজরে আসছে না। এ নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সরজমিনে নওয়াবেঁকী বাজারে গিয়ে দেখা যায়, ওয়াপদা রোডের পাশে বরাদ্দের চেয়ে বড় জায়গা জুড়ে বহুতল ভবনের পরিকল্পনায় ছাদ নির্মাণের কার্যক্রম চলছে। বড়কুপট এলাকার বিমল মন্ডল নামের এক ব্যক্তির নেতৃত্ব চলছে ৫ রুম বিশিষ্ট মার্কেট নির্মাণের কাজ।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টদের ম্যানেজ করেই চলছে নির্মাণ কাজ।

অবৈধ স্থাপনা নির্মাণকারী বিমল মন্ডল জানান, এর আগে নওয়াবেঁকী বাজারে ছাদের ঘর হয়েছে, তাই করছি।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে অবগত ছিলাম না। এখনই লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!