দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়।
দিবসটি ঘিরে সকাল ৯টায় উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সাংসদ, দেবহাটা থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। এসময় সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, বাদ যোহর উপজেলার সকল মসজিদ ও মন্দিরে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।