আন্তর্জাতিক ডেস্ক: সার্বিয়ার বেলগ্রেডে একটি স্কুলে গুলিতে প্রাণ গেছে আট শিশু ও এক নিরাপত্তারক্ষীর। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোর।
সার্বিয়ার পুলিশ এমনটি বলেছে। খবর আল জাজিরা।
এক বিবৃতিতে পুলিশ জানায়, তারা বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গোলাগুলি সম্পর্কিত একটি কল পায়। যে স্কুলে গুলির ঘটনা ঘটেছে, সেই স্কুলের নাম ভ্লাদিস্লাভ রিবনিকর।
সন্দেহভাজন কিশোর সপ্তম গ্রেডের শিক্ষার্থী। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিবৃতিতে বলা হয়েছে, ১৪ বছর বয়সী ওই কিশোর তার বাবার বন্দুক থেকে অন্য শিক্ষার্থীদের পাশাপাশি নিরাপত্তা প্রহরীর ওপর গুলি ছোড়ে।
বার্তা সংস্থা তানজুগ বলছে, আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার প্রাণের ঝুঁকি রয়েছে। হাসপাতালে তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে।
গণমাধ্যমের খবরে জানা যায়, ঘটনার পর আতঙ্কিত অভিভাবকরা স্কুলে এসে তাদের সন্তানদের খুঁজে বের করতে চেষ্টা করেন।
স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, স্কুলের বাইরে গোলযোগ চলছে। এর মধ্যেই পুলিশ সন্দেহভাজনকে মাথা ঢেকে সরিয়ে নিয়ে যায়।