ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সিটি কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নওশাদ আলম।
সোমবার (৯ সেপ্টেম্বর) তাকে সভাপতি মনোনীত করে এডহক কমিটির রূপরেখা প্রণয়ন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
ওই পত্রে বলা হয়েছে, মোঃ নওশাদ আলমকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাতক্ষীরা সিটি কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত করেছেন। একই সাথে আক্তারুল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠাতা/দাতাদের মধ্যে একজন এবং প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি এডহক কমিটির সদস্য ও কলেজের অধ্যক্ষ সদস্য সচিব হবেন।
প্রসঙ্গত, নওশাদ আলম সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া মাস্টারপাড়ার মৃত অ্যাডভোকেট আব্দুস ছালাম ও বুনিয়াদ কোচিং-এর পরিচালক নূরজাহানের বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে ১৯৯১ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।