মেহেদী হাসান শিমুল: পানি নিষ্কাশনের পথ না থাকায় সাম্প্রতিক বর্ষণে সাতক্ষীরা পৌরসভার কয়েকটি ওয়ার্ডসহ সদর উপজেলার লাবসা, ব্রহ্মরাজপুর, ধুলিহর ও বল্লী ইউনিয়নের অন্তত ৫০টি জলাবদ্ধ হয়ে পড়েছে। তলিয়ে গেছে মানুষের বসত ঘর। ভেসে গেছে মাছের ঘের। একাকার হয়ে গেছে টয়লেট-পুকুর-টিউবওয়েলসহ সবকিছু। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে ধুলিহর ইউনিয়নের জলাবদ্ধ এলাকার পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসাইন। আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবি, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, ধুলিহর ইউনিয়ন জামাতের আমির মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
এসময় তারা ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া, বালুইগাছা, তালতলা, গোবিন্দপুরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং জলাবদ্ধ এলাকার মানুষের সাথে কথা বলেন। পানি নিষ্কাশনে স্থানীয় জনগণের চাওয়া পাওয়া জানতে চান।
এসময় নেতৃবৃন্দ স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে পানি সেচ নদীতে ফেলার বিষয়ে আশ্বাস ও এ কাজের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ দেন।