মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পদোন্নতি পেলেন বিশিষ্ট নিউরো সার্জন ডা. হাসানুজ্জামান

প্রতিবেদক
the editors
মে ৯, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কৃতি সন্তান ও বিশিষ্ট নিউরো সার্জন ডা. হাসানুজ্জামান সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতি দিয়ে তাকে সম্প্রতি খুলনা মেডিকেল কলেজের নিউরো বিভাগে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

চিকিৎসা সেবায় অত্যন্ত আন্তরিকতায় তার সুনাম খুলনা বিভাগজুড়ে ছড়িয়ে পড়েছে।

সাতক্ষীরার এই কৃতি সন্তান ১৯৭৭ সালে সদর উপজেলার ধুলিহর কোমরপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ডা. হাসানুজ্জামান কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে ১৯৯৩ সালে বুধহাটা বিপিএম হাইস্কুল থেকে স্টারমার্কসহ প্রথম বিভাগে এসএসসি, ১৯৯৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি, পরবর্তীতে বরিশাল মেডিকেল কলেজ হতে সার্জারি বিভাগে সর্বোচ্চ নাম্বারে এমবিবিএস পাশ করেন। ডা. হাসানুজ্জামান ২৫তম বিসিএস (স্বাস্থ্য) এর একজন কর্মকর্তা। তিনি ইতোমধ্যে নিউরো সার্জারি বিষয়ে দুটি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী অর্জন করেছেন।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!